ক‌বিতা‌প্রেমী পাঠকের কা‌ছে দ্রোহ ও প্রেমের ক‌বিতার ক‌বি হি‌সে‌বে প‌রি‌চিতি লাভ করা সো‌হেলুর রহমান তার প্রথম গ্রন্থ নি‌য়ে দারুণ আশাবাদী।





নি‌জের প্রথম বই নি‌য়ে ক‌বির বয়ান, গ্রন্থের কবিতাগুলো নিছক কবিতা নয়। এর প্রতিটি বাক্য আমা‌দের যা‌পিত জীবনের নানা বাঁক, পরিক্রমায় হতাশা আর স্বপ্নের গল্প। সেইসঙ্গে দেশ আর দশের নানান ভাবনা, দেখা আর বোঝার মিশেল। ক‌বিতাগু‌লো সমাজ, সংসার আর রা‌ষ্ট্রের নানা অসাম্য ও বঞ্ছনারও দ‌লিল। তাছাড়া-