ভোলা জেলায় চলতি অর্থবছরে দেড় হাজার হেক্টর জমিতে ম্যানগ্রোভ প্রজাতির প্রায় ৭১ লাখ গাছের চারা লাগানোর কাজ চলছে। ‘বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে ৭৯০ ও বিশ্বব্যাংকের অর্থায়নে ‘টেকসই বন ও জীবিকা’ প্রকল্পের আওতায় ৮০০ হেক্টর জমিতে বনায়ন চলছে। স্থানীয় বন বিভাগ ৩ কোটি ২ লাখ টাকা ব্যয়ে প্রকল্প দুটি বাস্তবায়ন করছে। উপকূলজুড়ে গড়ে ওঠা এসব বনে কেওড়া, গেওয়া, বাইনসহ বিভিন্ন ম্যানগ্রোভ প্রজাতির সবুজের সমারোহের ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব
মোকাবিলায় প্রকৃতিতে সক্ষমতা তৈরি হবে। এ ছাড়া জেলায় প্রায় দেড় লাখ একর জমিতে ম্যানগ্রোভ বনায়ন রয়েছে। ভোলা বন বিভাগ সূত্র জানান, নতুন বনায়নের মধ্যে চরফ্যাশন উপজেলার ১২ নতুন চরে ৯০০, তজুমদ্দিনের চারটি চরে ৪৪০ । কামাল
0 মন্তব্যসমূহ